ভাইয়ের দখল করা কক্ষে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনকে (৫০) মারধর করেছে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
আহত শিক্ষক শামসুদ্দিনের বলেন, দীর্ঘদিন ধরে স্কুলের একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে থাকছেন হান্নান খানের ভাই হামিদ খান। এ বিষয়ে বেশ কয়েকবার অভিযোগ করা হলেও সভাপতি কোনো পদক্ষেপ নেননি।
তিনি বলেন, আজ জুমার নামাজের পর বিদ্যালয়ে বসে উপবৃত্তির তালিকা তৈরির সময় হান্নান খান বিদ্যালয়ে আসেন। ভাইয়ের দখল করা কক্ষে কেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, তা জানতে চান তিনি। কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত হয়ে সেখানে থাকা চেয়ার দিয়ে তিনি আমাকে পিটিয়ে জখম করেন। মারধরে বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল জলিল বলেন, সভাপতির ভাইয়ের জন্য স্কুল থেকে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় প্রধান শিক্ষকের ওপর তিনি হামলা করেন।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।