বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

আবারও গ্রিসকে সতর্ক করলেন এরদোগান

এজিয়ান সাগরে আঙ্কারার সঙ্গে ঝামেলা না করতে গ্রিসকে সতর্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, গ্রিসকে নিয়ে আঙ্কারার কোনও সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত দেশটি এজিয়ান সাগরে তুরস্কের সঙ্গে ঝামেলা না করে।

শনিবার (৮ জানুয়ারি) আন্তালিয়া প্রদেশে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

এরদোগান বলেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এজিয়ানে আমাদের সঙ্গে ঝামেলা না করবেন, আমরাও আপনাদের সঙ্গে ঝামেলা করবো না।

তিনি বলেন, আমরা টাইফুন নিক্ষেপ করেছি। টাইফুনের রেঞ্জ কতদূর? ৫৬১ কিলোমিটার। গ্রিকরা কী করেছে? তাদের পত্রিকাগুলো শিরোনাম করেছে: “তারা (তুরস্ক) এথেন্সে আঘাত হানবে।” কিন্তু যতক্ষণ না আপনারা এজিয়ানে আমাদের সাথে ঝামেলা সৃষ্টি না করেন ততক্ষণ আমাদের তেমন কোনও সমস্যা নেই।

সূত্র : ইয়েনি সাফাক
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ