জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের মতো তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা চলছে। এ মামলায় মোট আসামি ৩০ জন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা শুরু হয়। প্যানেলের অন্য সদস্য জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
তদন্ত কর্মকর্তাকে আজ জেরা করছেন পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে নিয়োগ পাওয়া (স্টেট ডিফেন্স) আইনজীবী আমিনুল গণি টিটো। জেরায় রুহুল আমিনকে নানান প্রশ্ন করছেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তার উদ্দেশ্যে টিটো বলেন, এসআই মো. তরিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. আল ইমরান হোসেনকে এ মামলা সংক্রান্ত ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করেছেন। জবাবে সত্য নয় বলে জানান রুহুল আমিন। এ প্রশ্নটি প্রসিকিউশনের আপত্তিসহ লিপিবদ্ধ করা হয়।
তাজহাট থানায় আবু সাঈদ হত্যা সংক্রান্তে রুজুকৃত মামলা পর্যালোচনা করেছেন কিনা জানতে চাইলে হ্যাঁ সম্বোধন করেন তদন্ত কর্মকর্তা। ফরমাল চার্জ দাখিলের পরও তদন্ত চলমান রেখেছেন; স্টেট ডিফেন্স আইনজীবীর এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে আপত্তি জানান প্রসিকিউশন। পরে এ প্রশ্ন আর নেওয়া হয়নি।











