ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, জ্বালানি ও পানি মন্ত্রণালয় এবং পল্লি পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী পদে রদবদল করা হয়েছে।
জ্বালানি ও পানিমন্ত্রী আবদুল লতিফ মানসুরকে পল্লি পুনর্বাসন ও উন্নয়নমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে পল্লি পুনর্বাসন ও উন্নয়নমন্ত্রী মোহাম্মদ ইউনুস আখুন্দজাদাকে জ্বালানি ও পানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসনবিষয়ক উপমন্ত্রী হিসেবে পূর্বে দায়িত্ব পালন করা আবদুল হক হামকারকে দেশের জাতীয় বিদ্যুৎ সংস্থা দা আফগানিস্তান ব্রেশনা শেরকতের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুব বিষয়ক উপমন্ত্রী হিসেবে পূর্বে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইউনিস রশীদকে গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসনবিষয়ক উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দা আফগানিস্তান ব্রেশনা শেরকতের মহাপরিচালক হিসেবে পূর্বে দায়িত্ব পালন করা আবদুল বারী ওমরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন ও সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
সূত্র : আরিয়ানা নিউজ











