শুক্রবার | ৯ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকার হামলায় ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন নিহত: দাবি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে শনিবার (৩ জানুয়ারি) চালানো আমেরিকার হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন, এমন দাবি করেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো।

বুধবার (৭ জানুয়ারি) এ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

দিয়োসদাদো কাবেয়ো বলেছেন, অভিযানের সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়ে চোট লাগে।

এর আগে, দেশটির সরকার নিহতের কোনও সংখ্যা অফিসিয়ালি জানায়নি। তবে সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করে।

ভেনেজুয়েলার কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশকে রীতিমতো ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেয়ো আরও বলেন, যারা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন তারা সাহসী। এসময় তাদের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার দেশটিতে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ