ভূমিকম্পে সিরিয়ায় মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সিরিয়ায় ত্রাণ প্রদানের জন্য বিভিন্ন সংস্থার সাথে কাজ করলেও দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সাথে কাজ করার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “সিরিয়ায় আমাদের মার্কিন অর্থায়নকৃত মানবিক সংস্থা রয়েছে, যারা জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে। আমরা সিরিয়ার মানুষকে এই বিপর্যয় থেকে পুনরুদ্ধারের জন্য সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক যেভাবে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা তাদের প্রধান মানবিক দাতা ছিলাম।”
তিনি আরো বলেন, “আমি এখানে জোর দিয়ে বলতে চাই যে এই তহবিলগুলি শুধুমাত্র সিরিয়ার জনগণের, শাসক গোষ্ঠীর জন্য নয়।”
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভূমিকম্পে আক্রান্ত হওয়া তুরস্কে দুটি দল পাঠিয়েছে। প্রয়োজনে আরো সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছে দেশটি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড