বুধবার, মার্চ ১২, ২০২৫

ইয়াবাসহ আওয়ামী লীগ সভাপতি মুজিব আটক

১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান তাঁর বাড়িতে বিপুল পরিমাণ মাদক (ইয়াবা) পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছে।

এই তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মুজিবুর রহমান কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কোস্ট গার্ড তাকে ধরে ফেলে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img