বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কে ভূমিকম্পে ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়াবে: জাতিসংঘ

তুরস্কে গত মাসের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জাতিসঙ্ঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছেন। আগামী সপ্তাহে দাতাদের একটি বড় সম্মেলনের আগে এই তথ্য প্রকাশ করা হলো।

ইউএনডিপির লুইসা ভিন্টন মঙ্গলবার (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, এখ পর্যন্ত প্রাপ্ত হিসাবে দেখা গেছে, ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পটিতে ৫২ হাজারের বেশি লোক নিহত হয়েছে। তুরস্ক ১৬ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠেয় দাতাদের সম্মেলনে জীবিতদের সুরক্ষা প্রদান ও পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করার চেষ্টা করবে।

বিশ্বব্যাংক ইতোপূর্বে জানিয়েছিল যে ক্ষতির পরিমাণ ৩৪.২ বিলিয়ন ডলার। বর্তমানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ লাখ লোক তাঁবুতে বাস করছে। আর ৪৬ হাজার লোককে কন্টেইনার বাড়িগুলোতে সরিয়ে নেয়া হয়েছে। অন্যরা ডরমিটোরি ও গেস্টহাউসগুলোতে বসবাস করছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ