চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতী আবুল কালাম (রহ.) এর স্মরণে তার জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়াড় তাসনীম নূর কমিউনিটি সেন্টারে এই শোকসভা অনুষ্ঠিত হয়। বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন সংগঠনটির মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
এতে পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সারওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল হামিদ।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতী আব্দুল হামিদ বলেন, মুফতী আবুল কালাম (রহ.)-এর সাথে আমি চট্টগ্রামে দীর্ঘদিন লেখাপড়া করেছি। ছাত্র জমানা থেকে তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল নিরহংকার প্রকৃতির মানুষ। উস্তাদরা তাঁর আচরণে বরাবরের মতো মুগ্ধ ছিলেন। আপনারা তাঁর ইলমের ভার বহন করতে পারবেন কী না জানিনা- তবে তার জীবনী থেকে মুয়াদ্দাব এবং অহংকার মুক্ত জীবন গড়ার শিক্ষা নিতে পারেন।
এসময় তিনি মুফতী আবুল কালাম (রহ.) এর নানান গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করে উলামাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পরবর্তীতে তার রুহের মাগফেরাতের জন্য মোনাজাত করেন।
মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত শোকসভায় আরও বক্তব্য রাখেন মুফতী রেজাউল করিম, মুফতী আখতারুজ্জামান, মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার, মাওলানা আনোয়ার হুসাইন আশরাফী, মাওলানা জহুরুল ইসলাম আজিজি, সিরাজুল ইসলাম মনি ও মাওলানা জুনাইদ প্রমুখ।