শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্টকে চড়; গ্রেফতার ২

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর মুখে চড় মারার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বিএফএম টিভি ও আরএসসি রেডিও এই খবর দিয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এক সমর্থকের সঙ্গে হাত মেলাতে মাক্রোঁ তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে চড় মারেন। তার আগে ওই ব্যক্তিকে ‘ডাউন উইথ মাক্রোঁনিয়া’ বলে চিৎকার করতে শোনা গেছে।

এ ঘটনার পর মাক্রোঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তা কর্মী অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। অন্যজন মাক্রোঁকে সেখান থেকে সরিয়ে নেন। তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেণ্ড ছিলেন।

এদিকে এই ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাক্রোঁ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img