শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকাই সবচেয়ে বড় জালিম, তারাই ফিলিস্তিনের মুসলমানদের ঘাতক : মাওলানা আখুন্দজাদা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা বা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা আমেরিকাকে “সবচেয়ে বড় জালিম” আখ্যায়িত করে বলেছেন, “কিছু লোক আমেরিকার সঙ্গে বন্ধুত্বকে সফলতা মনে করে। কিন্তু আমি বলছি, আমেরিকাই সবচেয়ে বড় জালিম, আমেরিকাই ফিলিস্তিনের মুসলমানদের ঘাতক।”

শনিবার কান্দাহার প্রদেশে ঈদুল আযহার নামাজের সময় মুসলিম উম্মাহের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আমেরিকাকে উদ্দেশ করে বলেন, “আমি নারীদের ইজ্জত দিয়েছি, তাদের পবিত্রতা রক্ষা করেছি, হিজাব পরিয়েছি এবং বেহায়াপনা দূর করেছি। আর তোমরা কী করেছ? তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছ, তাদের ওপর বোমা ফেলেছ, শহীদ করেছ। তোমরা সন্তানদের তাদের মায়ের কোলে হত্যা করো।”

ইমারাতে ইসলামিয়ার শাসনব্যবস্থা নিয়ে পশ্চিমাদের সমালোচনার জবাবে তিনি বলেন, কাজই হলো আসল বিচার। “শয়তানের দল বলে যে, কিছু লোক সরকারে নেই। ভালো করে চোখ মেলে তাকাও, তোমাদের কারা শাসন করছে, তারা কোথা থেকে এসেছে, এবং তাদের অতীত রেকর্ড ও কাজগুলো খতিয়ে দেখো।”

তিনি বলেন, “আমরা ইসলামি আকীদার ভিত্তিতে মাদক নিষিদ্ধ করেছি। এ বিষয়ে আমরা কোনো বিদেশি সাহায্যের মুখাপেক্ষী নই।”

তিনি ওলামায়ে কেরামের প্রতি আহ্বান জানান যেন তাঁরা ফিতনার পথে না হাঁটেন এবং মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা করেন। “ইসলামের শত্রুরা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। কাজেই ওলামায়ে কেরাম ও সকল মুসলিমকে সাবধান থাকতে হবে।”

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ