মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

লেবাননে প্রতি মাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠাবে কাতার

লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিমাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার।

সম্প্রতি লেবানন সফরে এ ঘোষণা দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল থানি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননের অর্থনৈতিক সমস্যা সমাধানে তার দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। লেবাননের সেনাবাহিনীর জন্য আগামী একবছর প্রতিমাসে ৭০ টন করে খাদ্যসামগ্রী পাঠানো হবে। রাজনৈতিক সংকট সমাধান করে নতুন সরকার গঠনের জন্য লেবাননের সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, কাতার সব ক্ষেত্রে বৈরুতকে সহযোগিতা করার ঘোষণা করেছে। লেবাননের সংকট সমাধানে কাতার নানাভাবে সহযোগিতা করতে পারে। কাতার সরকারের সহযোগিতাকে লেবাননের সরকার ও জনগণ স্বাগত জানাবে।

গত কয়েক বছর ধরে লেবাননে অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরুত বন্দরে ব্যাপক বিস্ফোরণ এবং কয়েকটি দেশের নানামুখী ষড়যন্ত্রের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়। বিশ্বব্যাংক জানায়, লেবানন ১৮৫০ সালের পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে রয়েছে।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img