বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আষাঢ়ের শেষ সময়ে হতে যাওয়া এবারের কোরবানির ঈদের দিন ভারি বর্ষণের শঙ্কা নেই, তবে দিনের যে কোনো সময় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।

ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

তিনি জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। রোদেলা আবহাওয়া থাকতে পারে। দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে।

মনোয়ার হোসেন আরও জানান, এখন তো বর্ষার মাঝামাঝি সময়। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে দিনের যে কোনো সময়। কোরবানির দিন ভারি বর্ষণের আভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ১০ জুলাইয়ের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img