বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

টানা দুই মাস জামাতে নামাজ আদায় করায় ৩১ কিশোরকে বাইসাইকেল উপহার

সাতক্ষীরায় টানা দুই মাস জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩১ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (০৭ জুলাই) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের সুলতানপুর মোসলেমা জামে মসজিদ কমিটির উদ্যোগে পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়।

এই উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোসলেমা জামে মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

মোসলেমা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কাজী ফিরোজ হাসান বলেন, এলাকার কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে মুসুল্লিদের সামনে একদিন এ বিষয়টি উত্থাপন করা হলে সবাই একাত্মতা প্রকাশ করেন। পরবর্তীতে ৮ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের একটানা ৬০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করি। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেই।

এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রসিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রসিদ, ইকরা অ্যাকাডেমির পরিচালক হাফেজ মাওলানা জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সেলিম রেজা, মীর মাহমুদ হাসান আবির, শেখ তৌহিদুজ্জামান চপল, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনজুরুল হকসহ এলাকার মুসুল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img