ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় হাজার হাজার শিশু পুষ্টিহীনতায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সংস্থাটি বলছে, ফিলিস্তিনি অনেক মা এতটাই অপুষ্টিতে ভুগছেন যে সন্তানকে দুধও খাওয়াতে পারছেন না। এতে বাড়ছে নবজাতকদের মৃত্যুঝুঁকি।
সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।
খবরে বলা হ, গাজ্জা উপত্যকায় সহায়তা প্রবেশে বাধা থাকায় হাজার হাজার শিশু চরম পুষ্টিহীনতায় ভুগছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। সোমবার এক বার্তায় তিনি বিষয়টি তুলে ধরেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সহায়তা পৌঁছানোর সুযোগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় গাজ্জার হাজার হাজার শিশু প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই শিশুদের জীবন বাঁচাতে প্রতিটি মুহূর্তই এখন মূল্যবান।”