সিরিয়া বিপ্লবে নেতৃত্ব দেওয়া সশস্ত্র সংগঠন এইচটিএস বা হাইআতু তাহরিরিশ শামকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে আমেরিকা।
সোমবার (৭ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত হাইআতু তাহরিরিশ শাম (HTS) কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে।
সোমবার অপ্রকাশিত এক ফেডারেল রেজিস্টার নোটিশে একথা উল্লেখ করে দেশটি। নোটিশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, অ্যাটর্নি জেনারেল এবং ট্রেজারি সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে আমি আল-নুসরা ফ্রন্ট, যাকে সকলে হাইআতু তাহরিরিশ শাম (HTS) নামেও চেনে, একে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার মার্কিন সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছি।।এই সিদ্ধান্ত সরকারি নথিতে প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, এইচটিএস ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় ছিলো, যখন আল-কায়েদার সিরিয়া শাখা আন-নুসরা ফ্রন্টের সাথে একে একীভূত করা হয়েছিলো।