মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

বসুন্ধরা ও এস আলম গ্রুপের মতো মাফিয়া ব্যবসায়ীদের বিচার করতে হবে: নাহিদ

spot_imgspot_img

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বসুন্ধরা, এস আলম গ্রুপ এ দেশের মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে। রাজনৈতিক সমর্থন ছাড়া এসব মাফিয়া ব্যবসায়ীরা টিকে থাকতে পারে না। এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির সপ্তম দিনে সোমবার (৭ জুলাই) সিরাজগঞ্জ পৌঁছালে স্থানীয় শহীদ মিনার এলাকায় পথসভায় নাহিদ এসব কথা বলেন।

তিনি বলেন, মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, জনগণের টাকা লুট করেছে, ব্যাংকগুলো লুট করেছে, বসুন্ধরা গ্রুপের বিচার চাই। দুর্নীতিবাজ বসুন্ধরা, এস আলম গ্রুপকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা এখনও জনগণের বিরুদ্ধে, গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলে কীভাবে।

নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি তার বাস্তবায়ন এখনো দেখছি না। বরং আমরা দেখছি, জুলাই ঘোষণাপত্র নিয়েও টালবাহানা হচ্ছে৷

তিনি আরও বলেন, আমরা তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখি। আমরা স্বৈরাচার হাসিনার সাথে আপস করিনি। জুলাই গণ-অভ্যুত্থানের পরে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আমরা হাসিনার ভয়ের সংস্কৃতির নাগপাশ ছিন্ন করে গণ-অভ্যুত্থান করেছি। যারা আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা ভুল করছে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এনসিপির এ মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img