বুধবার | ৯ জুলাই | ২০২৫

রেকর্ড পরিমাণ অগ্রগতিতে বিশ্বের শীর্ষ কৃষি উৎপাদক তালিকার ৭ম অবস্থানে তুরস্ক

spot_imgspot_img

রেকর্ড পরিমাণ অগ্রগতিতে বিশ্বের শীর্ষ কৃষি উৎপাদনকারী দেশের তালিকার ৭ম অবস্থানে উঠে এসেছে তুরস্ক।

সম্প্রতি দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি একথা জানান।

তিনি বলেন, তুরস্কের কৃষি উৎপাদন রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে প্রথমবারের মতো ৭০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এর ফলে আমরা বিশ্বের শীর্ষ ৭টি কৃষি উৎপাদনকারী দেশের তালিকায় প্রবেশ করেছি।

এপ্রসঙ্গে এক্স বার্তায় তিনি লিখেন, ২০২৩ সালে আমাদের কৃষি উৎপাদন ছিল ৬৮.৯ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালে ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

এছাড়াও বলেন, বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ শতাংশের রেকর্ড পরিমাণ বৃদ্ধির ফলে তুরস্ক বিশ্বের শীর্ষ ৭টি কৃষি উৎপাদনকারী দেশের তালিকায় উঠে এসেছে।আমাদের কৃষি উৎপাদন ২০২৩ এর ৬৮.৯ বিলিয়ন ডলার থেকে ২০২৪ এ ৭৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তুরস্কের কৃষি উৎপাদন এই প্রথমবারের মতো ৭০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তুর্কী কৃষি ও বনমন্ত্রী এই সাফল্যের জন্য এতে অবদান রাখা সকলকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এরদোগানের নেতৃত্বাধীন দেশটি ২০২৩ সালে ইউরোপের শীর্ষ কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিলো এবং বৈশ্বিক পরিসরে ৮ম।

সূত্র: ডেইলি সাবাহ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img