বুধবার | ১৬ জুলাই | ২০২৫

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

spot_imgspot_img

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। গত দেড় বছরে এই করোনা ইউনিটে এটিই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে একজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া দু’জনের মধ্যে একজন রাজশাহীর। অন্যজন চাঁপাইনবাবগঞ্জের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৪০টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৪৮ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img