শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়ায় ভবন ধসে শিশুসহ নিহত ১১

সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোতে ভবন ধসে শিশুসহ ১১ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ কথা জানিয়েছে এবিসি নিউজ।

বার্তা সংস্থা সানা বলছে, দুর্ঘটনাস্থল থেকে সাত নারী, তিন শিশু ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা এক নারী ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) পাঁচতলা ভবনটি ধসে পড়ে। ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারনে এটি ধসে পড়ে বলে মনে করা হচ্ছে।

পুলিশ কমান্ডার মেজর জেনারেল দিব দিব বার্তা সংস্থা সানাকে জানান, বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় কর্তৃপক্ষসমূহ পাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং ধ্বংসস্তুপ সরানোর কাজও শুরু করেছে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে সংঘাত শুরু হলে এ পর্যন্ত পাঁচ লাখ লোক নিহত এবং যুদ্ধ পূর্ব সময়ের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ