মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

মার্কিন-তুর্কি নারী এক্টিভিস্ট হত্যার কঠোর নিন্দা জানালেন এরদোগান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কতৃক মার্কিন-তুর্কি নারী এক্টিভিস্টকে মাথায় গুলি করে হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত শুক্রবার দখলকৃত পশ্চিম তীরে একটি জনসমাবেশে আয়সেনুর ইজগি আইগি নামে ২৬ বছর বয়সী এই নারীকে হত্যা করে ইসরাইলি বাহিনী। আর একে ‘জঘন্যতম হত্যাকাণ্ড’ বলে নিন্দা জানিয়েছেন এরদোগান। সেই সঙ্গে ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে ইসলামী দায়িত্ব বলেও অভিহিত করেছেন তিনি।

ইস্তাম্বুলের একটি অনুষ্ঠানে যোগদানের পর এরদোগান বলেন, গাজ্জা উপত্যকা ও পশ্চিম তীরে গণহত্যা চালানোর শপথ গ্রহণ করেছে ইজরাইল। শুধু তাই নয়, এই দুইটি অঞ্চল দখলও করতে চায় তারা।

এরদোগান বলেন, “গতকাল আমাদের তরুণী আয়সেনুর ইজগি আইগি’কে অন্যভাবে হত্যা করেছে ইসরাইল। এখন পর্যন্ত তারা ১৭ হাজার শিশুসহ ৪০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করেছে তারা। তারা বর্বর আক্রমণ চালিয়েছে ও নির্বিচারে রক্ত ঝরিয়েছে- হোক সে নারী, শিশু, যুবক অথবা বৃদ্ধ।”

উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিম তীরের নাবলুসে ইসরাইলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি জনসমাবেশে অংশগ্রহণ করেন ইজগি। এসময় তার মাথায় স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ