সিরিয়ার ফার্স্ট লেডি লতিফা আল-দ্রুবি আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জন করেছেন। ইদলিবের বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমাদ আল-শারাআ আল-জুলানী নিজ হাতে স্ত্রীর হাতে সনদ তুলে দেন।
ইদলিব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি উপস্থিত ছিলেন। মঞ্চে রাষ্ট্রপতি আল-শারাআ আল-জুলানী স্বয়ং ফার্স্ট লেডির হাতে সনদ তুলে দেন। স্বামীর হাতেই ডিগ্রি গ্রহণের এই দৃশ্য উপস্থিত সবার কাছে বিশেষ আবেগঘন হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ফার্স্ট লেডি আরবি ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।
লতিফা আল-দ্রুবি ১৯৮৪ সালে হোমস প্রদেশে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন পড়াশোনার পর তিনি উচ্চশিক্ষা শেষ করেন। সাম্প্রতিক সময়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও সক্রিয় হয়েছেন—সৌদি আরবে উমরা পালন, আঙ্কারায় তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এর মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় কূটনীতিতেও তিনি ক্রমশ ভূমিকা রাখতে শুরু করেছেন।
২০২৫ সালের শুরুতে আহমাদ আল-শারাআ আল-জুলানী সিরিয়ার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে শিক্ষা, সমাজ ও জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। ফার্স্ট লেডির ডিগ্রি গ্রহণ সেই চেষ্টার একটি প্রতীকী দিক হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : আল জাজিরা আরবি, আল-মনিটর, সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) ও রয়টার্স