বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

এবার আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় করতে চায় তুরস্ক

আমেরিকার কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ে ব্যর্থ হওয়ার পর এবার লকহিড মার্টিনের নির্মিত ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় করতে ওয়াশিংটন এর কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক। এছাড়া বিদ্যমান যুদ্ধবিমান আধুনিকায়নে ৮০টি যন্ত্রও চেয়েছে ন্যাটো সদস্য দেশটি।

সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জানা যায়, আমেরিকার পররাষ্ট্র সামরিক বিক্রয় বিভাগ কোটি কোটি ডলারের এই চুক্তি নিয়ে কাজ করছে। এতে মার্কিন সিনেট ও কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এমনকি এই চুক্তি বাতিল করে দেওয়ার ক্ষমতাও কংগ্রেসের আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কংগ্রেসকে অবহিত করার আগে প্রস্তাবিত প্রতিরক্ষা বিক্রয় কিংবা হস্তান্তর নিয়ে নীতিগতভাবে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। এ নিয়ে ওয়াশিংটনের তুর্কি দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img