কাশ্মীরের শ্রীনগরে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে দখলদার ভারতীয় এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, রাত ৮টার দিকে কনস্টেবল তৌসিফ আহমদকে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি বাটামালু এলাকার এসডি কলোনিতে নিজের বাড়ির কাছাকাছি ছিলেন।
তিনি জানান, গুরুতর আহত কনস্টেবলকে এমএমএইচএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত নিয়ে আসা হয়েছে বলে ঘোষণা করেন।