সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

হোমস শহর এখন সুন্নি যোদ্ধাদের দখলে; বাসিন্দাদের সাথে উত্তম আচরণের তাগিদ দলনেতার

তীব্র লড়াইয়ের পর অবশেষে সিরিয়ার হোমস শহর বিজয় করেছে দেশটির সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শাম (এইচটিএস)।

আজ রবিবার এক ভিডিওবার্তায় এ বিষয় নিশ্চিত করেছেন এইচটিএস প্রধান। আবু মুহাম্মাদ আল-জোলানি।

বিজয়ের পর তিনি বলেন, “আপনারা যেসব শহর ও গ্রামে প্রবেশ করবেন সেখানকার মানুষের সঙ্গে দয়ালু ও নম্র আচরণ করবেন।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হোমস শহরটি দখলের জন্য তীব্র লড়াই চালিয়েছে এইচটিএস। অবশেষে আজ এই শহরটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিল গোষ্ঠীটি।

সূত্র: ক্লাশ রিপোর্ট

spot_img
spot_img

এই বিভাগের

spot_img