অত্যাচারী শাসক বাশার আল আসাদের পতন, সিরিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
আজ রবিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে সিরিয়ার সুন্নি মুসলিম সংগঠন তাহরির আল শাম (এইচটিএস)
বিবৃতিতে বলা হয়েছে, “সিরিয়ার বাথ পার্টির ৫০ বছরের নিপীড়ন ছাড়াও আরো ১৩ বছরের জুলুম, অত্যাচার ও নির্যাতনের সমাপ্তি ঘটেছে আজ। ৮ ডিসেম্বরকে সিরিয়ার অন্ধকার যুগের সমাপ্তি ঘোষনা করে নতুন যুগের সূচনা দিবস হিসেবে ঘোষণা করা হচ্ছে। এই পথ পাড়ি দিতে আমাদের দীর্ঘ সংগ্রাম ও সশস্ত্র বাহিনীর মোকাবেলা করতে হয়েছে।”
সূত্র: আল জাজিরা









