(১) সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে বাসার আল আসাদের পতনের ঘোষণা দেওয়া হয়েছে।
(২) রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পত্তি রক্ষার অঙ্গীকার করেছেন সিরিয়ার সুন্নি মুসলিম সংগঠন তাহরির আল শামের (এইচটিএস) কমান্ডার।
(৩) নিজ দেশে ফিরে আসার জন্য লেবানন ও জর্দান সীমান্তে জড়ো হচ্ছেন হাজার হাজার সিরিয়ার শরণার্থীরা।
(৪) সিরিয়ার ভেতরে প্রবেশ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী। তাদের দাবি, সিরিয়ার সশস্ত্র বাহিনী ও সাধারণ নাগরিকরা যেন ইসরাইলে প্রবেশ না করতে পারে এজন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
(৫) সিরিয়ার বিতাড়িত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সম্পর্কে সর্বশেষ বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।
(৬) সিরিয়ার বিষয়ে কৌশলগত অবস্থান পরিবর্তনে কাজ করছে ইরান: বলছেন বিশেষজ্ঞরা
(৭) জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থনের অঙ্গীকার করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতার
সূত্র: আল জাজিরা









