সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভেতরে প্রবেশ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সৈন্যরা। তাহরির আল শাম (এইচটিএস) কতৃক সিরিয়ার রাজধানী দামেস্ক বিজয়ের কিছুক্ষণ পরেই এমন ঘটনা ঘটেছে।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা বলছে, ১৯৭৪ সালের পর, গত ৫০ বছরের মধ্যে এই ঘটনা প্রথমবারের মতো ঘটলো।
এদিকে, ইসরাইলের দৈনিক মারিভ পত্রিকা বলছে, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী ও সাধারণ নাগরিকরা যেন ইসরাইলে প্রবেশ না করতে পারে এজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, সিরিয়ার সাথে ১৯৭৪ সালের যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করে নতুন সীমারেখা তৈরির আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রবাসী সম্পর্ক বিষয়ক মন্ত্রী আমিছাই চিকলি।
উল্লেখ্য, ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির একটি বড় অংশ দখল করে ইসরাইলি বাহিনী। এরপর ১৯৮১ সালে সকল আন্তর্জাতিক আইন অমান্য করে এই এলাকাটিকে সংযুক্ত করে দখলদার ইসরাইল।
সূত্র: আল জাজিরা









