এখনো সন্ধান পাওয়া যায়নি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের।
আজ রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ার সামরিক কর্মকর্তাদের সূত্রে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট বাশারকে বহনকারী বিমানে অজানা গন্তব্যে উড়াল দিয়েছে।
সূত্রটি জানায়, সুন্নি মুসলমান যোদ্ধারা রাজধানী নিয়ন্ত্রণে নেয়ার আগে দামেস্ক থেকে সর্বশেষ যে ফ্লাইটটি ছেড়ে যায়, সেটি ছিল ইলইউশিন ৭৬ নামক একটি বিমান। এর নম্বর ছিল ৯২১৮। ওপেন সোর্স ফ্লাইট ট্রেকার্স জানিয়েছে, বিদ্রোহীরা হোমস শহর দখলের সামান্য কিছু সময় আগে ওই ফ্লাইটের সঙ্কেত অদৃশ্য হয়ে গেছে।
সূত্র : আল জাজিরা









