শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

আনুষ্ঠানিক হস্তান্তর পর্যন্ত পাবলিক প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রীর তত্বাবধানে থাকবে: শাম কমান্ডার জাওলানী

হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত পাবলিক প্রতিষ্ঠান ও স্থাপনা সাবেক প্রধানমন্ত্রী গাজী আল জালালির তত্বাবধানে থাকার ঘোষণা দিয়েছেন সিরিয়ায় ইরানের শিয়া আধিপত্যবাদ ও সুন্নি গণহত্যার খলনায়ক আসাদ সরকারে বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দেওয়া সশস্ত্র সংগঠন ‘তাহরিরুশ শামের’ নেতা ও দামেশক বিজেতা কমান্ডার আবু মুহাম্মদ আল-জাওলানী।

রবিবার (৮ ডিসেম্বর) এবিষয়ে একটি বার্তা দেন তিনি।

বার্তায় জাওলানী সিরিয়ার সকল সুন্নি সশস্ত্র যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, সশস্ত্র যোদ্ধাদের সকলকে সরকারি ও পাবলিক প্রতিষ্ঠানের ধারেকাছেও না যাওয়ার ও ফাঁকা জায়গায় গুলিবর্ষণ না করার দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এসব প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী গাজী আল জালালির তত্বাবধানে থাকবে।

এর পূর্বে জাওলানী ও তার যোদ্ধারা আসাদ বাহিনীর দখলে থাকা রাজধানী দামেশকে প্রবেশ করে। গুরুত্বপূর্ণ স্থানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে ক্রমান্বয়ে এগিয়ে যেতে থাকে। ঘোষণা দেয় আসাদ সরকার ও তার বাহিনীর পতনের। সুসংবাদ দেয় শাম খ্যাত গুরুত্বপূর্ণ অঞ্চলটি বিজয়ের।

সূত্র: আশ-শারকুল আওসাত

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img