সিরিয়া গনহত্যার খলনায়ক আসাদ সরকার ও ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে সিরিয় সুন্নি মুজাহিদীনের বিজয়ের পর রাজধানী দামেশকে বিমান হামলা চালিয়েছে গাজ্জা গণহত্যা পরিচালনাকারী ইসরাইল।
রবিবার (৮ডিসেম্বর) দামেশকের আল-মাজ্জাহ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বিশ্বস্ত দুটি সূত্রের বরাতে বলা হয়, বিশাল বিশাল বিস্ফোরণে কেঁপে উঠেছে দামেশকের আল-মাজ্জাহ। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অঞ্চলটিতে বিমান হামলা চালিয়েছে বলে জানানো হয়।
অপরদিকে সুন্নি গনহত্যার খলনায়ক আসাদ সরকার ও ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সশস্ত্র সংগঠন তাহরিরুশ শামের প্রধান আবু মুহাম্মদ আল জাওলানী স্থানীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে জিহাদের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।
তিনি বলেন, ২০১১ থেকে আমরা যে পথে চলতে শুরু করেছি তা আমরা অব্যাহত রাখবো। কখনোই এর থেকে পিছিয়ে আসবো না।
অপরদিকে মার্কিন মদদে গাজ্জা গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমিকে সিরিয়ান মুজাহিদীন থেকে নিরাপদ করতে দেশটিতে কয়েকদিন ধারাবাহিক হামলা চালিয়ে যাবে ইসরাইলী সেনারা।
সূত্র: আল জাজিরা









