বিজয়ের পর রাজধানী নিরাপদ রাখতে সশস্ত্র সংগঠন তাহরিরুশ শামের নেতা কমান্ডার আবু মুহাম্মদ জাওলানীর অনুগত বিশাল সামরিক বাহিনীর প্রবেশ ঘটলো দামেশকে।
রবিবার (৮ ডিসেম্বর) অস্ত্রে সজ্জিত সামরিক যানের বিশাল বহরে করে বাহিনীটির দামেশকে প্রবেশ ঘটে।
সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাজধানী নিরাপদ রাখতে অস্ত্রে সজ্জিত সামরিক যানের এই বিশাল অপারেশন ফোর্সকে দামেশক আসতে বলা হয়েছে। তারা আমাদের এলিট ফোর্স ও আইনপ্রয়োগকারী বাহিনীর সাথে যুক্ত হয়ে কাজ করবে।
এর পূর্বে দামেশকের বাইরে ও পরবর্তীতে দামেশকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলার ঘটনা ঘটে। সামরিক স্থাপনা, বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করছে মার্কিন মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া অবৈধ রাষ্ট্রটির সেনারা।
আন্তর্জাতিক আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি হওয়া গাজ্জা গণহত্যার আসামী নেতানিয়াহু বলেন, গোলান মালভূমি নিরাপদ রাখতে ও সিরিয়া থেকে ইসরাইলে অস্ত্র সরবরাহ রোধ নিশ্চিত করতে সিরিয়ায় কয়েকদিন ধারাবাহিক ভাবে হামলা চালিয়ে যাবে ইসরাইল।
অপরদিকে সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক শিয়া আসাদ সরকার ও ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সশস্ত্র সংগঠন তাহরিরুশ শামের প্রধান আবু মুহাম্মদ আল জাওলানী স্থানীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে জিহাদের সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।
তিনি বলেন, ২০১১ থেকে আমরা যে পথে চলতে শুরু করেছি তা অব্যাহত রাখবো। কখনোই এর থেকে পিছিয়ে আসবো না।
সূত্র: আল জাজিরা









