শুক্রবার | ৯ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় হামলা চালিয়ে পাঁচ শিশুসহ কমপক্ষে ১৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

দক্ষিণ গাজ্জার আল-মাওয়াসি এলাকায় তাঁবুতে ইসরাইলি হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এসব তাঁবুতে বাস করেন।

গাজ্জা সিটির জেইতুন এলাকায় আরেকটি ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। মধ্য গাজ্জার বুরেইজ এবং নুসেইরাত এলাকাতেও হামলা হয়েছে। এসব হামলায় নিহত হয়েছেন চারজন।

এছাড়া উত্তর গাজ্জার জাবালিয়া এলাকায় হামসা হাউসু নামে ১১ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু ইসরাইলি গুলিতে নিহত হয়েছে।

তার চাচা খামিস হাউসু বলেছেন, চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন, হামসা মেঝেতে পড়ে আছে, তার নাক ও মুখ দিয়ে রক্ত ​​বের হচ্ছে।’

গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও ইসরাইলের সামরিক আগ্রাসনর থামেনি।

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) বৃহস্পতিবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘আমরা নিশ্চিত করছি যে ইসরাইল কোনো যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করে না এবং ফিলিস্তিনিদের নির্মূল ও বাস্তুচ্যুত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্বাসঘাতকতা এবং মিথ্যা নিরাপত্তা অজুহাতের ওপর নির্ভর করে।’

গাজ্জার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২৫ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজার ২০৬ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ