আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অনেক আগে থেকেই বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম, খুব সম্ভবত তিনি আমাকে সাংবাদিক হিসেবে পছন্দ করতেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় এ কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, ‘১৯৮৮–৮৯ সালের দিকে ধানমন্ডিতে বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পান তিনি। লিখিত প্রশ্নের পাশাপাশি সেদিন মুখোমুখি প্রশ্ন করার সুযোগও দিয়েছিলেন খালেদা জিয়া। একটি প্রশ্নকে কেন্দ্র করে বিএনপির এক শীর্ষ নেতার আপত্তি উঠলেও খালেদা জিয়া নিজেই বিষয়টি সামাল দিয়ে হাসিমুখে তার প্রশ্নের উত্তর দেন।’
তিনি বলেন, ‘ওই ঘটনার পর আরও কয়েকবার তিনি খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নেন। পরে পিএইচডি শেষ করে দেশে ফিরে কলাম লেখা ও টকশোতে অংশ নেওয়ার সময়, বিশেষ করে ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় তিনি আরও গভীরভাবে তাকে শ্রদ্ধা করতে শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্যেই খালেদা জিয়ার প্রতি নিজের সমর্থন ও শ্রদ্ধার কথা বলেছি। দীর্ঘ ১৫ বছরে বিএনপির খুব কম নেতাকেই তিনি এভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন।’
আসিফ নজরুল উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনে তিনি পরিবারের পাশে থাকার সুযোগ পান, সমাধিতে ফুল দেন এবং দোয়ায় শরিক হন। জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহের পাশে থাকাকে তিনি জীবনের এক বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘দেশের জাতীয় পতাকা সমুন্নত রাখতে খালেদা জিয়া সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন। এই অভিজ্ঞতার জন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।











