শুক্রবার | ৯ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানের নির্বাসিত যুবরাজ ‘ভালো মানুষ’, তার সঙ্গে বৈঠক অযৌক্তিক: ট্রাম্প

ইরানে চলমান বিক্ষোভ তীব্রতর হওয়ার মাঝেই দেশটির নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভির সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প পাহলভিকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে অভিহিত করলেও বর্তমান পরিস্থিতিতে তার সঙ্গে বৈঠক করাকে ‘যৌক্তিক নয়’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ট্রাম্পের এই অবস্থান থেকে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে যে ইরানে যদি সরকার পতন বা শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আসেও, তবে তড়িঘড়ি করে পাহলভিকে দেশটির পরবর্তী নেতা হিসেবে সমর্থন দিতে এখনই প্রস্তুত নয় ওয়াশিংটন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই মুহূর্তে আমাদের উচিত সবকিছু পর্যবেক্ষণ করা এবং দেখা যে পরিস্থিতির মধ্য দিয়ে কে নেতা হিসেবে উঠে আসেন। বর্তমানে আমেরিকার অবস্থানরত রেজা পাহলভি ইরানের শেষ শাহের পুত্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি এর আগে ইরানে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পাহলভির সেই প্রস্তাবের প্রতি হোয়াইট হাউসের অনাগ্রহকেই প্রকাশ করছে।

সূত্র : আল জাজিরার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ