শুক্রবার | ৯ জানুয়ারি | ২০২৬
spot_img

রাজবন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার রাজবন্দিদের (রাজনৈতিক বন্দি) মুক্তি দেওয়া শুরু করেছে, যা দেশটিতে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী বিরোধী দলের দুই শীর্ষ নেতাকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভেনেজুয়েলার সরকার রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া শুরু করেছে।

এনরিক মারকেজ (৬২) এবং বিয়াজিও পিলিয়েরি, যারা ২০২৪ সালের নির্বাচনে সরকারের বিরোধিতা করেছেন, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। মারকেজ বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে সমর্থন করেছিলেন এবং পিলিয়েরি একজন বিরোধী রাজনৈতিক নেতা ও আইনপ্রণেতা ছিলেন।

জাতীয় সংসদের সভাপতি জর্জ রদ্রিগেজ টেলিভিশনে ঘোষণা করে বলেন, যে বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দি ও বিদেশি নাগরিককে দ্রুত মুক্তি দেওয়া হবে, যদিও মোট সংখ্যা বা কীভাবে মুক্তি দেবেন তা বিস্তারিত বলা হয়নি। সরকারের এই পদক্ষেপটিকে শান্তি ও জাতীয় ঐক্যের প্রচেষ্টার একটি অংশ বলে ব্যাখ্যা করা হয়েছে।

স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, পাঁচজন স্প্যানিশ নাগরিককেও মুক্তি দেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েলও।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ