মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশে অংশগ্রহণ

পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া আমান-২৫। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। এ ছাড়া আরও রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের নৌবাহিনীর জাহাজ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌ মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।

বিদেশি নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শনের সময় নাভিদ আশরাফ বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে ‘আমান মহড়া। একই সঙ্গে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতাও বাড়াবে এই মহড়া।

তিনি বলেন, পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল (আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া আমান- এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রাখছে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img