বারবার সতর্ক করার পরও না’তকে গানের ন্যায় পরিবেশন করায় আফগানিস্তানে ৪ জনকে গ্রেফতার করেছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া প্রশাসন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির আমর-নাহী বা সৎ ও মন্দ কাজের আদেশ-নিষেধ মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, বারবার সতর্ক করার পরও না’তকে হুবহু গানের ন্যায় পরিবেশন করে আইন ভঙ্গ করায় উত্তরাঞ্চলীয় প্রদেশ তাখার ও ফারিয়াব থেকে ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, ইসলামী সংস্কৃতিতে এধরণের চর্চা নিষিদ্ধ। এছাড়া না’তে (আল্লাহ তায়ালা/রাসূলের প্রশংসা মূলক কবিতায়) বাদ্যযন্ত্রের ব্যবহার ধর্মের সাথে উপহাসের নামান্তর। গ্রেফতারকৃতদের এর পূর্বে কয়েকবার গানের ন্যায় না’ত পরিবেশন থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছিলো। কিন্তু এধরণের না’ত পরিবেশনে অনড় থেকে তারা শুধু আইন লঙ্ঘনই করেনি বরং ধর্মের সাথেও উপহাস করেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সীমান্ত এলাকাগুলোতে বিভিন্ন ধরণের অপরাধের পাশাপাশি ধর্মীয় আইনও বেশি লঙ্ঘন হয়ে থাকে। তাই সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে আফগান আমর-নাহী বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা। গত মাসে এমনই অভিযানে জুয়া, জাদু-টোনা, অবৈধ সম্পর্ক, নৈতিকতা ও শরীয়াহ বিরোধী বিভিন্ন অপরাধের জেরে ৪৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬জন নারীও রয়েছে।
বিগত মাসগুলোতে এধরণের অপরাধে আটকের ঘটনা সবচেয়ে বেশি ঘটে যথাক্রমে কান্দাহার, পাকতিয়া, গজনী, কাবুল, পারওয়ান ও নাঙ্গারহারে।
সূত্র: আমু









