বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

কাশ্মীরের জামিয়া মসজিদে আজাদির স্লোগান দেওয়ায় গ্রেফতার ১৩

কাশ্মীরের শ্রীনগরের পুরাতন শহরের নৌহাট্টা এলাকার ঐতিহাসিক জামিয়া মসজিদে নামাজ পড়ার পর কিছু মানুষ আজাদির স্লোগান দিয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় পুলিশ এ পর্যন্ত স্লোগানে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (৯ এপ্রিল) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গতকাল জুমআর নামাজ শেষ হওয়ার পর জামিয়া মসজিদে স্বাধীনতার স্লোগান দেওয়ার ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওতে জামিয়া মসজিদের কিছু যুবক ‘আমাদের চাই আজাদি’ এবং নারায়ে-তাকবির, আল্লাহ-হু-আকবর-মতো স্লোগান দিচ্ছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের এক মুখপাত্র বলেন, জুমআর নামাজের পর সেখানে কিছু লোক ‘আজাদি’র স্লোগান দেয়। এ সময় ধর্মীয় স্লোগানও ওঠে। বিষয়টি তদন্তে আমরা একটি টিম গঠন করেছি। ভিডিওতে দেখা যায়, ২০/২৫ জন যুবক প্রথমে স্লোগান দেওয়া শুরু করে, এবং এরপরে মসজিদ কমিটির সঙ্গে তাদের বিরোধও হয়। আমরা গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ, এবং ৪৪৭ ধারায় মামলা নথিভুক্ত করেছি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img