ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সাম্প্রতিক ভারী তুষারপাতের ঘটনায় প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে কাবুলে অবস্থিত জাপানি দূতাবাস।
সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।
দূতাবাসের প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়েছে, দেশটিতে সাম্প্রতিক এই তীব্র তুষারপাতের ফলে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১১০ জন আহত হয়েছেন।
শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়।











