যারা চাঁদাবাজি করছেন তাদের বুকে টেনে নিয়ে সম্মানের কাজ তুলে দিতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
চাঁদাবাজি যদি সত্যিই অভাবের কারণে করে থাকেন তাহলে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে রাজি আছেন বলেও জানান তিনি ।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় এক নির্বাচনী সমাবেশে একথা বলেন তিনি।
মিথ্যা মামলার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা বলেছিলাম অন্যায়ভাবে কাউকে কোনও মিথ্যা মামলার আসামি করা হবে না। আমরা কাউকে মিথ্যা মামলার আসামি করিনি। মিথ্যা মামলাও দায়ের করিনি। আমাদের ৮টি মামলায় আসামি মাত্র একজন করে। সে জায়গায় কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে মামলা করেছেন। শত শত মানুষকে মামলার আসামি করেছেন। এসব মামলা নিয়ে বাণিজ্য চলছে।
তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রচারণায় দিশেহারা হয়ে অনেকে মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা বলি তোমাদের ঘরেও তো মা বোন আছে। যে কোন কিছুর বিনিময়ে আমাদের মা বোনদের সম্মান আমরা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যাচ্ছে। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ লজ্জা পায় তো এ জন্য বললাম বেসরকারি খাজনা। প্রতি ট্রাকে ৫ হাজার। ট্রাকের ড্রাইভার থেকে চালকলের মালিক পর্যন্ত সবাই অতিষ্ঠ। আমরা দেশের সকল মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিবো। যারা চাঁদাবাজি করো তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দিবো সেদিন তোমরাও সম্মানের সাথে এদেশে বসবাস করবে।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে জামায়াত আমীর বলেন, দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। আপনারা কি করছেন তাও আমরা দেখেছি। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই।











