সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সিরিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল

আল আকসা মসজিদ, লেবানন ও পশ্চিমতীরকে কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিন ও হিজবুল্লাহর মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমন সময় সিরিয়ার উপর ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রবিবার (০৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে এ হামলা চালায় ইসরাইল।

ইসরাইলী বাহিনীর দাবি, রবিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে সিরিয়া থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে ইসরাইলকে লক্ষ্য করে। যার একটি দখলকৃত গোলান মালভূমিতে ও অন্যগুলো উত্তর ইসরাইলে গিয়ে পড়ে। এসব রকেটের আঘাতে কোন ইসরাইলী নাগরিক আহত হননি। কিন্তু হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানো হয়েছে।

ইসরাইলের সশস্ত্র বাহিনীর চালানো হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি‌। এ বিষয়ে সিরিয়ার সরকারও কোন আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

উল্লেখ্য; ইসরাইলে রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিন ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img