শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের দুই দিনের কর্মসূচি ঘোষণা

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৯ এপ্রিল) গণমাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের নিরব ভূমিকায় মুসলিম উম্মাহ ব্যথিত ও ক্ষুব্ধ। মুসলমানদের হত্যা করা হলে কোনো মানবাধিকার থাকে না। বিশ্ব মোড়লেরা মুসলমানদের মানুষই মনে করে না। তাদের বিরুদ্ধে মুসলিম উম্মাহ গর্জে উঠলে কেউ রক্ষা পাবে না।

ইসরাইলকে ছিন্নভিন্ন করতে না পারা- ইসলামী রাষ্ট্র নেতাদের ব্যর্থতা উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ২ শত কোটি মুসলিম উম্মাহর নেতৃত্বে যারা রয়েছে ইহুদিদের প্রতি তাদের আনুগত্যশীলতা প্রকাশ পাচ্ছে। বিজাতি, বিধর্মীদের প্রতি নতজানু নীতি পরিহার করে ইসলামী আদর্শে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে ইসলামী রাষ্ট্র প্রধান এবং ওআইসি’র প্রতি আহ্বান জানানো হয় এতে।

বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া। নেতানিয়াহুর নিদের্শে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে আর জাতিসংঘ চুপ করে বসে রয়েছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃত ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

সংগঠনের পক্ষ থেকে আগামীকাল (১০ এপ্রিল) বৃহস্পতিবার দেশের সকল থানা ও ইউনিয়নে গণমিছিল এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এছাড়া শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমু‘আ ঢাকাসহ প্রত্যেক জেলা/মহানগরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও বাংলাদেশসহ ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img