বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে চট্টগ্রামে যুব মজলিসের বিক্ষোভ

মাহবুবুল মান্নান


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ গ্রেফতারকৃত আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর খেলাফত যুব মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুন) বা’দ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুব মজলিসের সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ। ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় পরিষদের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, আজ গভীর সংকটে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বর্তমান অবৈধ সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের প্রতিটি মানুষ ভয়াবহ জুলুমের শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও অর্থনৈতিক সংকটে দেশের মানুষ নাজেহাল। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে মজলুম আলেমদের বিরুদ্ধে করা অবিলম্বে সকল মিথ্যা, বানোয়াট মামলা প্রত্যাহার করে দেশকে রক্ষা করুন।

মাওলানা ফজলুর রহমান বলেন, বর্তমান দখলদার অবৈধ সরকার ষড়যন্ত্রমূলকভাবে মাওলানা মামুনুল হকের চরিত্র হরণ করেন এবং তাকে দীর্ঘদিন কারাগারে বন্দী রেখে তার জনপ্রিয়তা নষ্ট করতে চেয়েছিল। সরকার এতে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আজ তার বিরুদ্ধে মিথ্যা, সাজানো নাটকের সত্যতা প্রকাশ পেতে শুরু করেছে। মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তা পূর্বের থেকেও সহস্রগুণ বেশি বৃদ্ধি পেয়েছে। সুতরাং কোন ষড়যন্ত্র করে মাওলানা মামুনুল হকের আদর্শ দমিয়ে রাখা যাবে না। তাই আর দেরি না করে অতিসত্ত্বর মাওলানা মামুনুল হকসহ সকল মাজলুম আলেমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুব মজলিসের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল হক, চট্টগ্রাম জেলা শাখা ছাত্র মজলিস সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মজলিস সভাপতি ইঞ্জিনিয়ার আমিরুল ওয়াহেদ প্রমুখ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর বায়তুলমাল সম্পাদক হাফেজ শাখাওয়াত হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল হালিম, প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আয়াজ মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল আবসার, মজলিসে আমেলার সদস্য মাওলানা সাআদ,শরীফ হোসাইন,আনিসুর রহমান, আশ্রাফ হোসাইন, মিরসরাই যুব মজলিস দায়িত্বশীল এমদাদুল হক ও মিরসরাই বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলান মফিজ উল্লাহ প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img