শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

তুরস্কের মাধ্যমে ইউরোপে কার্পেট রপ্তানি করতে যাচ্ছে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আফগান কার্পেট ইউরোপীয় বাজারে পৌঁছাতে তুরস্কের মাধ্যমে রপ্তানি ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ইতোমধ্যে তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় অগ্রগতি হলে আফগান কার্পেট ইরানের পথ ধরে তুরস্কে প্রবেশ করবে এবং সেখান থেকে ইউরোপে পাঠানো হবে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুস সালাম জাওয়াদ আখুন্দজাদা বলেন, “আমরা আমাদের কার্পেট রপ্তানির জন্য বিকল্প পথ তৈরি করতে চাই। অতীতে আমাদের কার্পেট পাকিস্তানের মাধ্যমে রপ্তানি হতো। আমাদের জনগণ জানেন, পাকিস্তান বহুবার রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এখন আমরা সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মতো বিকল্প রুট অনুসন্ধান করছি।”

তিনি আরও জানান, “তুর্কি কার্পেট খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমরা একমত হয়েছি যে, তারা আফগান কার্পেটের ওপর শুল্ক হ্রাস করবে। এতে তুরস্কে এবং তুরস্কের মাধ্যমে ইউরোপে আমাদের রপ্তানি বাড়ানো সহজ হবে।”

এদিকে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে, আফগান কার্পেটের জন্য নতুন বাজার সৃষ্টি করতে হলে আফগানিস্তান ও তুরস্কের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ জরুরি। এতে রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রতিবছর আফগানিস্তানে প্রায় ১০ লক্ষ বর্গমিটার কার্পেট উৎপাদিত হয় এবং এই শিল্পের সঙ্গে কয়েক লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে যুক্ত।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ভবিষ্যতে কার্পেট শিল্পের সম্প্রসারণে তারা বিভিন্ন সহায়তা প্রদান করবে। এর মধ্যে রয়েছে কার্পেট উৎপাদকদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দসহ অবকাঠামোগত সহযোগিতা।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ