বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

চীনে প্রবল বন্যা; এক প্রদেশেই ঘর ছাড়তে হয়েছে ৮০ হাজার মানুষকে

spot_imgspot_img

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে প্রবল বন্যা দেখা দিয়েছে। সেখানে সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। বর্তমানে প্রদেশটির বেশিরভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

শুক্রবার (৬ আগস্ট) থেকে রবিবার (৮ আগস্ট) পর্যন্ত সেখানে ভারি বৃষ্টিপাত হয়েছে, আর সেজন্যেই এমন বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, সিচুয়ানের সাম্প্রতিক বন্যায় ছয়টি শহরের অন্তত ৪ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় দাঝৌ শহরের একটি জলাধারের পানি বন্যাসীমার অন্তত ২ দশমিক ২ মিটার ওপরে অবস্থান করছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি গত শনিবার জানিয়েছিল, ভারি বৃষ্টিপাতে সিচুয়ানে ইতোমধ্যে ২৫ কোটি ইউয়ান (৩ কোটি ৮০ লাখ ডলার প্রায়) সমমূল্যের আর্থিক ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৪৫টি বাড়ি পুরোপুরি ধ্বংসে হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১১৮টি।

গ্রীষ্মকালে চীনে ভারি বৃষ্টিপাতের ঘটনা নতুন নয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রতিকূল আবহাওয়া ক্রমেই নিয়মিত হয়ে ওঠায় দেশটিকে অবশ্যই এর জন্য প্রস্তুত থাকতে হবে।

সূত্র: চায়না নিউজ সার্ভিস ও রয়টার্সের।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img