বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা দখলের পরিকল্পনা ইসরাইলের; সৌদি আরবের উদ্বেগ

সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডের ‘গাজ্জা সিটি’ দখলের পরিকল্পনার কথা প্রকাশ করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সেই পরিকল্পনার উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সৌদি আরব।

শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে, ‘গাজ্জা নিয়ন্ত্রণে নেওয়ার যেকোনো ইসরাইলি পদক্ষেপকে সবচেয়ে কঠোরভাবে ও তীব্র ভাষায় নিন্দা জানায়’ তারা।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘নিজেদের ভূমিতে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক ও আইনগত অধিকারের প্রতি নির্লজ্জ অশ্রদ্ধা’।

বিবৃতিতে ইসরাইলের অমানবিক কর্মকাণ্ডের সমালোচনাও করা হয়, যার মধ্যে ‘ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং উপত্যকাটির ওপর চলমান অবরোধ’ অন্তর্ভুক্ত।

এতে আরও বলা হয়, এই ধরনের কার্যকলাপ ‘ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার লক্ষ্যে পরিচালিত একটি চরমপন্থী নীতির’ প্রতিফলন।

ইসরাইলি এই ভয়াবহ আগ্রাসন থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদ। বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের নীরবতা মানবিক বিপর্যয়কে আরও গুরুতর করে তুলছে এবং আন্তর্জাতিক আইনকানুনের ভিত্তি দুর্বল করে দিচ্ছে।’

আগ্রাসন বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে ‘অবিলম্বে ও নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপ’ গ্রহণের জন্য সৌদি আরব তার পুরোনো দাবি পুনর্ব্যক্ত করেছে।

পাশাপাশি, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সৌদি আরবের দৃঢ় সমর্থনও পুনরায় নিশ্চিত করা হয়েছে, যেখানে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img