ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় অপুষ্টিজনিত কারণে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এ সময় আহত হয়েছেন ৪৯১ জন।
শনিবার (৯ আগস্ট) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানায়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এ নিয়ে অপুষ্টিজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে, যার মধ্যে ৯৮ জন শিশু।











