মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীমের স্ত্রী ও পার্লামেন্ট সদস্য ওয়ান আজিজাহর প্রশংসা কুড়ালো গাজ্জা গণহত্যার প্রমাণচিত্র নির্ভর বই ‘দা এভিডেন্স’।
সোমবার (৯ সেপ্টেম্বর) ‘৫ম আন্তর্জাতিক আক্রমণ থেকে শিক্ষার সুরক্ষা দিবস’ উপলক্ষে কাতারের দোহায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বইটির প্রশংসা করেন।
অনুষ্ঠানে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু কর্তৃক প্রকাশিত প্রমাণচিত্র নির্ভর বইটি দেখে রিভিউ দেন তিনি।
গাজ্জা গণহত্যার প্রমাণচিত্র দিয়ে সাজানো বইটি রিভিউ দিতে গিয়ে ওয়ান আজিজাহ প্রথমে গভীরভাবে দু:খ প্রকাশ করেন। তিনি বলেন, চলমান গণহত্যা আমায় প্রতিনিয়ত গভীর দু:খ ও বেদনা দিয়ে যাচ্ছে।
বইয়ের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, গত জানুয়ারিতে আন্তর্জাতিক ন্যায় আদালতে বইটি ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছিলো। এর চিত্রগুলো আদালতে মৌলিক প্রমাণ হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায় বইটি একটি সফল কর্ম এবং প্রশংসার দাবীদার।
তিনি আরো বলেন, প্রমাণচিত্র নির্ভর বইটির ছবিগুলো বলে দেয় গাজ্জায় ইতিমধ্যে কি পরিমাণ নৃশংসতা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনিরা কি পরিমাণে নির্যাতন ও বেদনা সহ্য করে যাচ্ছে। এবং সেসবের ছবি সংগ্রহ করতে সাংবাদিকদের কি ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।
গুরুত্বপূর্ণ এই কাজ সম্পাদনের জন্য তিনি আনাদোলুর প্রশংসা করেন। প্রতিকূলতা সত্ত্বেও গাজ্জা গণহত্যার সংবাদ সরবরাহ করে যাওয়ায় সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসরাইলের কুৎসিত চেহারা বিশ্বের সামনে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখতে উৎসাহ দেন।
তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর পক্ষ থেকে জানানো হয়, বইটি এখন পর্যন্ত তুর্কি, আরবি ও ইংরেজি ভাষায় প্রকাশ করা হয়েছে। এতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন অস্ত্রের ব্যবহার ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের জঘন্য অপরাধের অসংখ্য প্রমাণ চিত্র দিয়ে সাজানো হয়েছে।










