বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাইকমিশনারের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর কামরান ধাংগল।

সাক্ষাৎ অনুষ্ঠিত হয় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img